ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের নতুন চেয়ারম্যান মইনুল খান

প্রকাশ: আগস্ট ২৮, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মইনুল খানকে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় এই নিয়োগ দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।  

বুধবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, তাকে প্রেষণে নিয়োগ দেয়া হলো। অবসর গমনের আগে তিনি নিজ ক্যাডারে প্রত্যাবর্তন করবেন।

এর আগে ড. মইনুল খান ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা পশ্চিম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫