বন্যার্তদের পাশে স্টেট ইউনিভার্সিটি পরিবার

প্রকাশ: আগস্ট ২৮, ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি

ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে দেশের ১২টি জেলা। লাখ লাখ মানুষ মানবেতর দিন কাটাচ্ছে। এমন সংকটময় পরিস্থিতিতে ত্রাণ সহায়তা নিয়ে প্রত্যন্ত অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়েছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বন্যার্তদের জন্য প্রয়োজনীয় ত্রাণ সহায়তা কুমিল্লা সেনানিবাসে হস্তান্তর করা হয়। এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, স্যালাইন, ওষুধ ও অন্যান্য অনুষঙ্গ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও ক্লাব সদস্যরা সেনাবাহিনীর সহযোগিতায় ত্রাণ বিতরণসহ বিভিন্ন ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের জন্য অনুদান হিসেবে প্রদান করা হয়েছে। পাশাপাশি বন্যা পরবর্তী মানবিক বিপর্যয় রোধে ভুক্তভোগী জনগোষ্ঠীকে সহযোগিতার পরিকল্পনাও রয়েছে এসইউবির।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫