সকলের সঙ্গে সম্পর্ক ধরে রেখে আমরা এগিয়ে যেতে চাই— আমীর খসরু

প্রকাশ: আগস্ট ২৩, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

সকলের সঙ্গে সম্পর্ক ধরে রাখার মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (২৩ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ সাক্ষাৎকারে আমরা আমাদের দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। দুই দেশের মধ্যে ব্যবসায়িক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে পারস্পরিকভাবে এগিয়ে যাওয়া নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে আঞ্চলিক সহযোগিতার বিষয় নিয়েও।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫