১১২ বছর আগের পত্রিকা স্মরণ করিয়ে দিল টাইটানিক ডুবির ঘটনা

প্রকাশ: আগস্ট ২৩, ২০২৪

বণিক বার্তা অনলাইন

১৯১২ সালের ২০ এপ্রিল প্রকাশিত দ্য ডেইলি মিরর পত্রিকার একটি কপি সম্প্রতি পাওয়া গেছে যুক্তরাজ্যের স্টাফোর্ডশায়ারের লিচফিল্ডের একটি বাড়ির ওয়্যারড্রোবে। সেদিন পত্রিকাটির প্রথম পাতা জুড়ে একটি ছবি ছাপা হয়েছে। সাউদাম্পটন এলাকার ছবিটিতে দুই নারী একটি দেয়ালের পাশে দাঁড়িয়ে আছেন। একজনের কোলে একটি শিশুও রয়েছে। সেই দেয়ালে টাইটানিক ডুবির পর বেঁচে যাওয়া ব্যক্তিদের তালিকা লাগানোর কথা ছিল। খবর বিবিসি।

আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজ ডুবেছিল ১৯১২ সালের ১৪ এপ্রিল। জাহাজডুবিতে মৃত্যু হয়েছিল ১ হাজার ৫০০ এর বেশি মানুষের।

সংবাদপত্রটি খুঁজে পেয়েছে হ্যানসনস অকশনিয়ার্স। এ অকশন কোম্পানির মালিক চার্লস হ্যানসন বলেছেন, এটি সামাজিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দলিল। গত মঙ্গলবার পুরনো পত্রিকাটি ৩৪ পাউন্ডে (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫ হাজার ৩০০ টাকা) বিক্রয় করা হয়েছে। পত্রিকাটির দাম সে সময় কত ছিল, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫