৪০০’র বেশি মানুষ উদ্ধার করতে সক্ষম হয়েছি— তাসরিফ

প্রকাশ: আগস্ট ২৩, ২০২৪

ফিচার প্রতিবেদক

মানুষের জন্য কাজ করে বারবার প্রশংসিত হয়েছেন তরুণ সংগীতশিল্পী ‘কুঁড়েঘর’ ব্যান্ডের ভোকাল তাসরিফ খান। ২০২২ সালে সিলেটের বন্যায় ব্যাপক উদ্যোগ ছিল তার। এবারো এক মুহূর্ত দেরি না করে এরই মধ্যে লক্ষ্মীপুর হয়ে ফেনীতে পৌঁছে গেছেন তিনি। সঙ্গে নিয়ে গেছেন স্পিডবোট।

সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, প্রথম দিন শেষে বিকাল থেকে রাত পর্যন্ত ২টি স্পিডবোট দিয়ে ফেনীর লস্করহাট থেকে আমরা ৪০০’র বেশি মানুষকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। তাসরিফ বলেন, এখানকার ডিসি মহোদয়ের নেতৃত্বে, ছাত্রদের সাপোর্ট, লোকাল সাপোর্ট ও রোভার স্কাউটের সহযোগিতায় এই কার্যক্রম করা সম্ভব হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) ভোর থেকে ১৮টা বোট নিয়ে ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম এবং আরো দুর্গম এলাকাগুলোতে ঢুকবেন বলেও জানান এ তরুণ।

এখানেই শেষ নয়। তিনি ফেনীর বন্যাদুর্গতদের পরিস্থিতির আপডেট জানিয়ে আরো একটি পোস্টে লিখেছেন, কয়েক শত বোট ট্রাকে করে ফেনীতে ঢুকেছে। শুক্রবার ভোর থেকে বড় পরিসরে উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ বিতরণ চলবে।

সর্বশেষ আপডেট অনুযায়ী তিনি ফেনীতে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫