দুদিনের ব্যবধানে স্বর্ণের দাম আবারো বেড়েছে

প্রকাশ: আগস্ট ২২, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে দুদিনের ব্যবধানে স্বর্ণের দাম আবারো বেড়েছে। ভরিতে এক হাজার ৫০৪ টাকা বাড়িয়ে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ২৬ হাজার ৬ টাকা। এ দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। বৃহস্পতিবার (২২ আগস্ট) পর্যন্ত ২২ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হচ্ছিল এক লাখ ২৪ হাজার ৫০২ টাকায়।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। আগামীকাল শুক্রবার (২৩ আগস্ট) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বৃহস্পতিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভুইয়া লিটন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫