গুমের কারণ অনুসন্ধানে কমিশন গঠন হচ্ছে— উপদেষ্টা রিজওয়ানা হাসান

প্রকাশ: আগস্ট ২২, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

গুমের কারণ ও দায়ীদের শনাক্ত করতে কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার (২২ আগস্ট) তিনি এ কথা বলেন।

এ সময় উপদেষ্টা বলেন, যারা বিভিন্ন সময় গুম হয়েছেন তাদের গুম হওয়ার কারণ এবং এর পেছনে দায়ীদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠন করা হবে। এছাড়া, বিভিন্ন বিষয়ে চলমান প্রতিবাদগুলোর কারণে জনগণের দুর্ভোগ কমানোর উপায়ও খুঁজে বের করা হবে। এজন্য স্বরাষ্ট্র উপদেষ্টার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তার জন্য ফাউন্ডেশন গঠন চূড়ান্ত হয়েছে।

বন্যা নিয়ন্ত্রণ ও সংকট সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হবে জানিয়ে তিনি বলেন, বন্যার কারণ ও পরিস্থিতি মোকাবেলার উপায় নিয়ে আলোচনা হয়েছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা মোকাবেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং ত্রাণ কাজেও এর সমন্বয় করা হবে।

তিনি জানান, ভারতের হাইকমিশনারের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে বন্যা পরিস্থিতি ও ভবিষ্যতে নিয়ন্ত্রণের উপায় নিয়ে আলোচনা হয়েছে। দেশের সমুদ্রসীমায় বিদেশী মাছ ধরার ট্রলার যাতে প্রবেশ করতে না পারে সেজন্য কোস্টগার্ডকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫