ডুসার সভাপতি নাজমুচ্ছায়াদাত,সম্পাদক জাহিদ কালাম

প্রকাশ: আগস্ট ২২, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংগঠন দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) দ্বিতীয় মেয়াদের (২০২৪-২৫) ৫১ সদস্যের কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডুসা এ তথ্য জানিয়েছে।

এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন উপপরিচালক মো. জাহিদ কালাম। যুগ্ম সম্পাদকের দায়িত্ব পেয়েছেন উপপরিচালক আহসানুল কবির পলাশ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন উপপরিচালক শারিকা ইসলাম, দপ্তর সম্পাদক হয়েছেন উপপরিচালক মো. হুমায়ুন কবির, কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন। সম্পূর্ণ কমিটি যত দ্রুত সম্ভব ঘোষণা করা হবে।

ডুসার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে তাতে বৈষম্যহীন সমাজ গঠন এবং দুর্নীতি ও শোষণমুক্ত সমাজ বিনির্মাণে ডুসার সদস্যরা অঙ্গীকারাবদ্ধ। প্রতিশ্রুত দুর্নীতিবিরোধী কার্যক্রমে জনগণের কল্যাণার্থে দেশের সামগ্রিক উন্নয়নে ডুসা সর্বদা সচেষ্ট থাকবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫