ইতালি উপকূলে ডুবে যাওয়া তরী থেকে পাঁচ মরদেহ উদ্ধার

প্রকাশ: আগস্ট ২২, ২০২৪

বণিক বার্তা অনলাইন

ইতালির সিসিলি দ্বীপের উপকূলে সোমবার ডুবে যাওয়া বিলাসবহুল প্রমোদতরীর ধ্বংসাবশেষ থেকে এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার (২১ আগস্ট) চারটি মৃতদেহ তীরে ফেরত আনার খবর দিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। পরে আরো একটি মরদেহ উদ্ধারের খবর দেয় তারা। তবে নিহতদের পরিচয় সম্পর্কে এখনই কিছু জানাতে পারেনি তারা। এখনো নিখোঁজ রয়েছেন প্রমোদতরীর একজন যাত্রী।

ডুবে যাওয়া তরীর ধ্বংসাবশেষের খোঁজ পেতে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পানির নিচে রিমোট চালিত যান ব্যবহার করছে। এ ধরনের যান সমুদ্রর তলদেশে ৩০০ মিটার গভীরে অনুসন্ধান চালাতে পারে।

ঝড়ের মুখে পড়ে বায়েসিয়ান নামের ইয়টটি ডুবে যাওয়ার পর তাৎক্ষণিকভাবেই একজনের মৃত্যু এবং ছয়জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছিল।

এ দুর্ঘটনায় ব্রিটিশ প্রযুক্তি উদ্যোক্তা মাইক লিঞ্চ ও তার মেয়েও নিখোঁজ হন। মাইকের স্ত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। লিঞ্চের মালিকানাধীন এই তরীতে ২২ যাত্রী ও ক্রু ছিল।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫