পদত্যাগ করেছেন যবিপ্রবির উপাচার্য

প্রকাশ: আগস্ট ২২, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, যশোর

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে মেইলের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন।

পদত্যাগপত্রে তিনি বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা বিরাজ করছে বলে উল্লেখ করেছেন। ফলে পুনরায় সেশনজটের শঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে তিনি অপারগ উল্লেখ করে পদত্যাগ করেছেন।

পদত্যাগের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড. আনোয়ার হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা ক্যাম্পাসে যে আন্দোলন করল, সেটা সম্পর্কে আমার কিছু বলার নেই। তাদের বলতে চাই, তারা ক্লাসে ফিরে যাক। তারা জীবন গড়ুক। কারণ যেভাবে তারা আন্দোলন করছে, সেটা তো তাদের কাজ না। ট্রেজার, শিক্ষক ও উপাচার্যের বাসাতে গিয়ে জোরপূর্বক পদত্যাগের দাবিতে মিছিল দেয়া তাদের কাজ নয়। শিক্ষার্থীরা গণ-অভ্যুথান ঘটাল, সে শিক্ষার্থীরা যা করছে, সেটা শিক্ষক হিসেবে আমার কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমার বিরুদ্ধে তাদের অভিযোগ মিথ্যা। যদি কোনো দুর্নীতি করি, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেবে সরকার।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫