নাফ নদী থেকে সাত রোহিঙ্গার মরদেহ উদ্ধার

প্রকাশ: আগস্ট ২২, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে সাত রোহিঙ্গা নারী ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নৌকা ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জেটিসংলগ্ন লেদা এলাকায় ভাসমান অবস্থায় এসব মরদেহ পাওয়া যায়।

এর আগে ৬ আগস্ট নৌকাডুবির ঘটনায় নাফ নদী ও সাগরে ভাসমান অবস্থায় ৫৪ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছিল। টেকনাফ থানার ওসি ওসমান গনি জানান, রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান সংঘাতের মুখে বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। সোমবার রোহিঙ্গা বহনকারী একটি নৌকা বাংলাদেশে অনুপ্রবেশকালে নাফ নদীতে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে যায়। ধারণা করা হচ্ছে, উদ্ধার করা মরদেহগুলো তখনকার।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫