বিএনপি নেতার বাড়িতে হামলা

রাজশাহীর সাবেক মেয়রসহ ৮২ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ: আগস্ট ২২, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, রাবি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর বাড়িতে হামলা এবং ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের প্রচার ক্যাম্পে ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে। সাড়ে পাঁচ বছর পর করা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ৮২ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার রাতে নগরীর চন্দ্রিমা থানায় মামলা দুটি দায়ের করেন মিজানুর রহমান মিনুর বাড়ির কেয়ারটেকার মো. আলাউদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইসিই বিভাগের শিক্ষক এবং জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর আওরঙ্গজীব মো. আব্দুর রহমান।

গতকাল বিকালে বণিক বার্তাকে মামলার বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রিমা থানার ওসি ইসমাইল হোসেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫