ড. ইউনূসকে ফ্রান্সের প্রেসিডেন্ট

গণতান্ত্রিক নির্বাচনের মাঠ প্রস্তুত করা অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ কাজ

প্রকাশ: আগস্ট ২২, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ায় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। চিঠিতে প্রধান উপদেষ্টাকে গণতান্ত্রিক নির্বাচনের জন্য মাঠ প্রস্তুতের তাগিদ দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গতকাল চিঠির বিষয়টি অবহিত করা হয়েছে।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে তিনদিন পর অর্থাৎ ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন হয়। ড. ইউনূসকে অভিনন্দন বার্তায় ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘বাংলাদেশ এখন একটি পরিবর্তনের যুগে প্রবেশ করেছে। আপনি যে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন তা গণতান্ত্রিক নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি এবং শান্তি ও জাতীয় ঐক্য পুনরুদ্ধারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি এরই মধ্যে এ বিষয়ে যে বার্তা দেশবাসীকে দিয়েছেন, আমি তাকে স্বাগত জানাই।’

চিঠিতে ইমানুয়েল মাখোঁ বলেন, ‘আপনাকে আমি আশ্বস্ত করতে চাই যে আপনি ফ্রান্সের পূর্ণ সমর্থন পাবেন। আমি বিশেষভাবে আশা করি মানবাধিকার ও সংখ্যালঘুদের প্রতি সম্মান, জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন এবং দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমাগত শক্তিশালীকরণে আমাদের যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’ 

ইমানুয়েল মাখোঁ চিঠির শেষাংশে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস ও তার দলের সঙ্গে কাজ করে তার সরকার উচ্ছ্বসিত বলে জানান। সেই সঙ্গে ড. ইউনূসের সাফল্য কামনা করে তিনি বলেন, ‘আপনার আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য কামনা করছি।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫