বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক মানুষ জাপানি এক নারী

প্রকাশ: আগস্ট ২১, ২০২৪

বণিক বার্তা অনলাইন

এতদিন বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক মানুষ ছিলেন স্পেনের নারী মারিয়া ব্রানায়াস মোরেরা। তার বয়স ছিল ১১৭ বছর। গত সোমবার (১৯ আগস্ট) তার মৃত্যুর পর সবচেয়ে বেশি বয়স্ক মানুষের রেকর্ড এখন জাপানি এক নারীর। তার বয়স ১১৬। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে এ নারীকে বর্তমানে সবচেয়ে বেশি বয়স্ক মানুষ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্রভিত্তিক বার্ধক্যবিষয়ক গবেষক দল জানায়, তোমিকো ইতুকার জন্ম ১৯০৮ সালের ২৩ মে। তিনি জাপানের পশ্চিমাঞ্চলের শহর আশিয়ায় বসবাস করেন।

তিনি তিন সন্তানের জননী। ৭০ বছর বয়সে তিনি প্রায়ই পাহাড়ে ভ্রমণ করতেন। তিনি পাহাড়ে ওঠা/নামার সময় হাইকিং বুট পড়তেন না, সাধারণত কেডস পড়তেন। প্রায়ই তার গন্তব্য ছিল ৩ হাজার ৬৭ মিটার উঁচু মাউন্ট ওনতাকে। আর ১০০ বছর বয়সে তিনি প্রায়ই দীর্ঘ পাথুরে পথ হাঁটতেন কোনো লাঠি ছাড়াই।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫