বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

প্রকাশ: আগস্ট ২১, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে বাধা সৃষ্টিকারী সমস্যা সমাধানে মত জানিয়েছে। এতে বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। অন্যদিকে জ্বালানি তেলের শীর্ষ ব্যবহারকারী দেশ চীনের অর্থনৈতিক দুর্বলতার তথ্যে চাহিদা কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ কারণে গতকাল বিশ্বব্যাপী কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। খবর রয়টার্স।

অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ৮০ সেন্ট বা ১ দশমিক শূন্য ৩ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য নেমেছে ৭৬ ডলার ৮৬ সেন্টে। অন্যদিকে মার্কিন আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৮৭ সেন্ট বা ১ দশমিক ১৭ শতাংশ কমেছে। ব্যারেলপ্রতি মূল্য নেমেছে ৭৩ ডলার ৫০ সেন্টে।

আইজির মার্কেট স্ট্র্যাটেজিস্ট ইয়াপ জুন রং বলেছেন, ‘‌গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বিনিয়োগকারীরা ভূরাজনৈতিক উত্তেজনায় জ্বালানি তেলের সরবরাহে ঝুঁকি কতটুকু তা নিয়ে বিবেচনা করে মূল্য নির্ধারণ করছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫