চট্টগ্রামের সাবেক এমপি লতিফের তিন দিনের রিমান্ড

প্রকাশ: আগস্ট ১৭, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় আন্দোলনকারীদের ওপর ককটেল বিস্ফোরণের অভিযোগে করা মামলায় চট্টগ্রাম ১১ আসনের (বন্দর-পতেঙ্গা) সাবেক সংসদ সদস্য এমএ লতিফের তিনদিনের রিমান্ড মঞ্জুর করে চট্টগ্রামের একটি আদালত।

আজ শনিবার (১৭ আগস্ট) দুপুরে এমএ লতিফকে চট্টগ্রামের প্রথম মেট্রোপলিটন আদালতে হাজির করে পুলিশ। এরপর সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। পরে বিচারক জুয়েল দেব রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

শুক্রবার রাতে বায়েজিদ বোস্তামী এলাকা থেকে এমএ লতিফকে গ্রেফতার করে পুলিশ। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন বিভাগ) মফিজ উদ্দিন জানান, বিস্ফোরক দ্রব্য আইনে হওয়া একটি মামলায় পুলিশ সাবেক সংসদ সদস্য এমএ লতিফের সাতদিনের রিমান্ড আবেদন করেছিল। আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গত ৯ আগস্ট নগরীর মাদারবাড়ি এলাকা থেকে সাংসদ এমএ লতিফকে হেফাজতে নিয়েছিল সেনাবাহিনী। গতকাল শুক্রবার ডবলমুরিং থানায় এরশাদ নামে এক ব্যক্তি এমএ লতিফসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫