বসনিয়ার পাহাড়ে ভ্যান গঘের স্ট্যারি নাইট পুনঃসৃজন

প্রকাশ: আগস্ট ১৪, ২০২৪

বণিক বার্তা অনলাইন

বসনিয়ার উপত্যকায় প্রাকৃতিক পার্কের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে ফরাসি ইমপ্রেশনিস্ট শিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম দ্য স্ট্যারি নাইট। ১০ হেক্টর জমিতে তৈরি এ পার্কে ১৩টি প্রাকৃতিক জলাধার রয়েছে। খবর রয়টার্স।

এ পুনঃসৃজন প্রক্রিয়ার উদ্যোক্তা স্থানীয় একজন ব্যবসায়ী। তার নাম হালিম জুকিচ। ভিসোকো শহরের এ ব্যবসায়ী জানান, ২০ বছর আগের ঘটনা। তিনি কিছু জমি ও কটেজ ক্রয় করেন। তখন তার কোনো ধারণা ছিল না আসলে তিনি কী করতে চাচ্ছেন। ছয় বছর আগে তিনি একটি উপত্যকার ওপর দাঁড়িয়ে ছিলেন। নিচে কয়েকটি ট্রাক্টর তৃণভূমিতে কাজ করছিল। তিনি হঠাৎ খেয়াল করলেন সেগুলোর আকৃতি অনেকটা শিরদাঁড়ার মতো। সে মুহূর্তে ১৮৮৯ সালে শিল্পী ভ্যান গগের আঁকা স্ট্যারি নাইটের ঘূর্ণি মোটিফের কথা তার মাথায় আসে।

হালিম জুকিচ বলেন, ওই মুহূর্তের পর থেকে আমার মনে আর কোনো সন্দেহ কাজ করেনি। কিন্তু এ লক্ষ্য পূরণে তার অনেক সময়, অর্থ ও প্রচেষ্টা ব্যয় করতে হয়েছে। চিত্রকর্মের সঙ্গে মিল রাখতে গিয়ে ১৩০০ সুগন্ধি গাছের ঝোপ তৈরি করা হয়েছে। এ পার্কে চিত্রকর্ম প্রদর্শনী এবং বসনিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রাধান্য দেয়া হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫