ডিবির সাবেক প্রধান হারুনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

প্রকাশ: আগস্ট ১৩, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশিদের বিরুদ্ধে অমানবিক নির্যাতন করার অভিযোগ তুলেছেন ওয়ারীর বাসিন্দা সৈয়দ আজহারুল কবির। তিনি বলেন, ‘ডিবির হারুন দিনের পর দিন মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছেন। আল মুসলিম বিল্ডার্সের সঙ্গে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয় হারুনের। হারুন ও আল মুসলিম বিল্ডার্সের স্বত্বাধিকারী আবদুল্লাহ মিলে আমার পরিবারকে নির্যাতন করেছেন।’ 

গতকাল এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আজহারুল কবির। তিনি বলেন, ‘আমার পরিবারের ওপর ডিবি হারুন ও আল মুসলিম বিল্ডার্সের আবদুল্লাহ যে নির্মম নির্যাতন চালিয়েছে আমরা তার সুষ্ঠু বিচার চাই। পাশাপাশি আমার পরিবার এখনো অনিরাপদ। আমরা সরকার ও প্রশাসনের কাছে নিরাপত্তা চাই।’

ঘটনার বর্ণনা দিয়ে সৈয়দ আজহারুল কবির বলেন, ‘গত ৭ আগস্ট বিকালে একদল সন্ত্রাসী আমার বাড়িতে আক্রমণ চালায়। আমার স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে দেয়। আমার পুরো বাড়িতে কেরোসিন ও পাউডার ঢেলে বাড়ি জ্বালিয়ে দেয়ার পাঁয়তারা করে। তবে সেদিন সেনাবাহিনী চলে আসায় হামলাকারীরা পালিয়ে যায়। হামলাকারীরা ছিল মুসলিম বিল্ডার্সের লোক। তারা আমাদের বাড়ি দখলের জন্য এসেছিল। গত ৭ ডিসেম্বর রাতেও আমাদের বাড়িতে হামলা হয়। তখন থানা-পুলিশ কেউ আমাদের সহযোগিতা করেনি। উপায় না দেখে আমার ছোট মেয়ে ফেসবুক লাইভে আমাদের অবস্থার কথা জানান দেয়। তখন ডিবি হারুন আমাকে ও আমার বড় ছেলেকে ধরে নিয়ে যায়। আমাদের রিমান্ড দেয়। আমাদের হয়রানি করার উদ্দেশ্যে রমনা থানায় বিচারপতির বাসভবনে হামলা ও ছিনতাই মামলার আসামি করা হয়। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫