পদত্যাগপত্র দিয়েছেন দুই ডেপুটি গভর্নর ও আর্থিক গোয়েন্দা ইউনিটের প্রধান

প্রকাশ: আগস্ট ১২, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

সরকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের দুই ডেপুটি গভর্নর ও আর্থিক গোয়েন্দা ইউনিটের (বিএফআইইউ) প্রধান। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টাও গভর্নর বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

জানা গেছে, অর্থ মন্ত্রণালয় থেকে গতকাল এই শীর্ষ কর্মকর্তাদের জানানো হয়, আজ সোমবার (১২ আগস্ট) দুপুর একটার মধ্যে পদত্যাগপত্র জমা দিতে হবে। নির্দেশনা অনুযায়ী, আজ সকালে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ও মো. খুরশীদ আলম।


বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাসও তার কাছে পদত্যাগপত্র জমা দেন। একইভাবে বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা আবু ফরাহ মো. নাছের পদত্যাগপত্র দিয়েছেন গভর্নর বরাবর।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫