ভারতে সর্বদলীয় বৈঠক

বাংলাদেশের চলমান পরিস্থিতি ব্রিফ করেছেন জয়শংকর

প্রকাশ: আগস্ট ০৬, ২০২৪

বণিক বার্তা অনলাইন

বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকে ব্রিফ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর। আজ মঙ্গলবার (৬ আগস্ট) সকালে সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে সর্বদলীয় বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেল বার্তায় তিনি বৈঠকের বিষয়টি উল্লেখ করেন।

বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে করা এক্স পোস্টে জয়শংকর লিখেছেন, বাংলাদেশের চলমান অগ্রগতি আজ সংসদে সর্বদলীয় বৈঠকে ব্রিফ করেছি। বৈঠকে সর্বসম্মত সমর্থন এবং বোঝাপড়ার প্রশংসাও পোস্টে জানান তিনি। বার্তার সঙ্গে বৈঠকের ছবিও প্রকাশ করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫