যুক্তরাজ্য রাজনৈতিক আশ্রয় না দেয়া পর্যন্ত ভারতেই থাকবেন শেখ হাসিনা

প্রকাশ: আগস্ট ০৬, ২০২৪

বণিক বার্তা অনলাইন

গণমাধ্যমের প্রতিবেদন

পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। তবে যুক্তরাজ্য রাজনৈতিক আশ্রয় না দেয়া পর্যন্ত তাকে ভারতেই থাকতে হবে বলে ভারতের গণমাধ্যম প্রতিবেদনে জানানো হয়েছে। খবর এনডিটিভি।

এই সময়ের মধ্যে শেখ হাসিনাকে ভারত লজিস্টিক সহায়তা দেবে বলে যুক্তরাজ্যের গণমাধ্যম ডেইলি সান জানিয়েছে। আরো বলা হয়েছে, যুক্তরাজ্যে শেখ হাসিনার গমন মুলতবি রেখে ভারতে অবস্থানের অনুমতি দেয়া হয়েছে।

এখন পর্যন্ত, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে রাজনৈতিক আশ্রয় দেয়ার বিষয়ে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি বলে ডেইলি সান জানিয়েছে।

হাসিনা বর্তমানে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চাইছেন। তার সঙ্গে আছেন যুক্তরাজ্যের নাগরিক তার বোন শেখ রেহানা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫