আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন

দেশ ছাড়ার আগে নয়াদিল্লির সহযোগিতা চেয়েছিলেন শেখ হাসিনা

প্রকাশ: আগস্ট ০৫, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

শেখ হাসিনা দেশ ছাড়ার আগে নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে আনন্দবাজার পত্রিকা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে।  কিন্তু তাকে উদ্ধারের জন্য ভারত থেকে বাংলাদেশে বিমান পাঠানো হবে না বলে জানিয়ে দেয় নরেন্দ্র মোদি সরকার।

ভারতের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের আকাশসীমায় ভারত কোনো বিমান পাঠাবে না। কেননা তাতে আইন লঙ্ঘিত হতে পারে।

নয়াদিল্লি থেকে আরো জানানো হয়, শেখ হাসিনাকে নিজ উদ্যোগেই ভারতে পৌঁছতে হবে। তার পর সেখান থেকে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া যেতে পারে।

আনন্দবাজার পত্রিকায় আরো জানানো হয়েছে, হেলিকপ্টারে ঢাকা থেকে নয়াদিল্লি পর্যন্ত যাওয়া যায় না। এ ক্ষেত্রে শেখ হাসিনার নিকটবর্তী অবতরণ স্থান হতে পারে কলকাতা বিমানবন্দর। সেখান থেকে তাকে বিশেষ বিমানে করে দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে।

অন্যান্য সূত্রে দাবি করা হচ্ছে, ত্রিপুরার আগরতলা বিমানবন্দরে এবং শিলিগুড়ির কাছে বাগডোগরা বিমানবন্দরেও নামতে পারেন শেখ হাসিনা।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫