ব্যাংকের সব শাখা আজ খুলছে না

প্রকাশ: আগস্ট ০৪, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেশের ব্যাংকগুলোর সব শাখা আজ খুলছে না। ব্যাংকগুলো নিজেদের সিদ্ধান্তে ‘ঝুঁকিপূর্ণ’ শাখাগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে কোনো নির্দেশনা দেয়া হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে ডাকা অসহযোগ আন্দোলনে জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ রাখার ঘোষণা এসেছে। ঘোষণায় বলা হয়, সরকার পতনের এক দফা দাবি অর্জিত না হওয়া পর্যন্ত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, অফিস-আদালত ও কলকারখানা বন্ধ থাকবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট খোলা থাকবে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত। জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রোববার কেবল ব্যাংকগুলো খোলা থাকবে। প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিট্যান্স দেশে না পাঠানোরও আহ্বান জানানো হয়েছে।

দেশের অন্তত পাঁচটি ব্যাংকের শীর্ষ নির্বাহী গতকাল রাতে বণিক বার্তাকে জানান, শিক্ষার্থীদের ঘোষণা অনুযায়ী রোববার ব্যাংক খোলা থাকার কথা। তবে নিরাপত্তার স্বার্থে তারা ব্যাংকের সব শাখা না খোলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। এক্ষেত্রে ব্যাংক খোলার সিদ্ধান্ত নিজ নিজ শাখা ব্যবস্থাপকের ওপর ছেড়ে দেয়া হয়েছে। আন্দোলন, সংঘাত ও নিরাপত্তা পরিস্থিতি বুঝে ব্যবস্থাপকরা ব্যাংকের শাখা খুলবেন।

এ বিষয়ে জানতে চাইলে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন বণিক বার্তাকে বলেন, ‘ব্যাংকের নিরাপত্তা তো আমাদের দিতে হবে। তাই দেশজুড়ে আন্দোলনের মূল স্থানগুলোর কাছাকাছি বা আশপাশে থাকা শাখা-উপশাখা এবং এটিএম বুথগুলো পরিস্থিতি বুঝে খোলা বা বন্ধ রাখার ব্যাপারে বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে ব্যবস্থাপকদের বলে দিয়েছি।’

প্রায় একই ধরনের পদক্ষেপের কথা জানিয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘ব্যাংকে থাকা জনগণের আমানত ও কর্মীদের নিরাপত্তার বিষয়টিও আমাদের ভাবতে হচ্ছে। এজন্য সংঘাত-সংঘর্ষ হতে পারে এমন জায়গার শাখাগুলো খোলার ক্ষেত্রে ব্যবস্থাপকদের বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছি।’

নাম অপ্রকাশিত রাখার শর্তে তৃতীয় প্রজন্মের একটি বেসরকারি ব্যাংকের এমডি বলেন, ‘রোববার আমাদের ব্যাংকের অর্ধেক শাখা খোলা থাকতে পারে। শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনে রোববার ব্যাংকের শাখা খোলা রাখার কথা বলা হয়েছে। আর সোমবার ব্যাংক খোলা হবে কিনা সেটি পরিস্থিতির ওপর নির্ভর করবে। এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আমরা কোনো নির্দেশনা পাইনি।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫