নরসিংদীতে ক্ষতিগ্রস্ত কারাগার পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার

প্রকাশ: জুলাই ২৭, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, নরসিংদী

ক্ষতিগ্রস্ত নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। শনিবার (২৭ জুলাই) সকালে তিনি কারাগারটির বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম বলেন, দুর্বৃত্তদের হামলায় কারাগারটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর থেকে সরকারের মন্ত্রীসহ সংশ্লিষ্টরা কারাগারটি পরিদর্শন করেছেন। আমি ক্ষতির পরিমাণ দেখতে কারাগারটি পরিদর্শন করলাম। দ্রুত সময়ের মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে। এরই মধ্যে প্রকৌশলী ও ঠিকাদাররা কাজ করছেন। শিগগিরই কারাগারটি ব্যবহারযোগ্য করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ সময় অন্যদের মধ্যে কারাগার অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান, র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর বাশার, নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫