সাইবার হামলার শঙ্কায় ডিএসইর ওয়েবসাইট বন্ধ

প্রকাশ: জুলাই ২৭, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

সাইবার হামলার শঙ্কায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট বন্ধ করে রাখা হয়েছে। সাইবার হামলার সর্তকতা পাওয়ার পর বৃহস্পতিবার (২৫ জুলাই) মধ্যরাত থেকেই এক্সচেঞ্জটির ওয়েবসাইট বন্ধ করে দেয়া হয়। কাল রোববার (২৮ জুলাই) লেনদেন চালুর আগে ওয়েবসাইট চালু করা হবে বলে ডিএসই সূত্রে জানা গেছে। অবশ্য দেশের আরেক পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট চালু রয়েছে।

গত বৃহস্পতিবার রাতে ওয়েবসাইটে সাইবার হামলার সম্ভাবনার বিষয়ে সরকারের কাছ থেকে সতর্কবার্তা পায় ডিএসই কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার মধ্যরাতেই এক্সচেঞ্জটির ওয়েবসাইট বন্ধ করে দেয়া হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েবসাইটটি বন্ধ ছিল। কাল লেনদেন শুরুর আগে ওয়েবসাইট খুলে দেয়া হবে বলে ডিএসই জানিয়েছে। অবশ্য দেশের আরেক পুঁজিবাজার সিএসইর ওয়েবসাইট চালু আছে।

এ বিষয়ে জানতে চাইলে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্তিক আহমেদ শাহ বণিক বার্তাকে বলেন, সাইবার হামলার সতর্কবার্তা পাওয়ার পর আমরা ওয়েবসাইট বন্ধ রেখেছি। লেনদেন চালুর আগে এটি খুলে দেয়া হবে। আজ শনিবার (২৭ জুলাই) রাতেই ওয়েবসাইট চালু হতে পারে বলে তিনি জানান।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকসহ সরকারি বেশকিছু প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করা হয়েছিল।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫