রোববার থেকে সরকারি অফিস ৯টা থেকে ৩টা

প্রকাশ: জুলাই ২৭, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সরকারি অফিস সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে।

শনিবার (২৭ জুলাই) জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত সপ্তাহে তিনদিন (রবি, সোম ও মঙ্গলবার) সাধারণ ছুটি ছিল। কারফিউ শিথিলের সময়সীমা বাড়ানো হলে বুধবার থেকে সীমিত পরিসরে সরকারি অফিস চালু হয়। এর মধ্যে বুধ ও বৃহস্পতিবার অফিস চলে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত। 

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০ জুলাই থেকে কারফিউ জারি করা হয়। সারা দেশে মোতায়েন করা হয় ২৭ হাজার সেনা। প্রথম দুই দিন বেলা ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ২ ঘণ্টা করে কারফিউ শিথিল থাকে। এরপর শিথিলের সময়সীমা পর্যায়ক্রমে বাড়ানো হয়। ২২ জুলাই কারফিউ শিথিল থাকে তিন ঘণ্টা। চার ঘণ্টা শিথিল থাকে ২৩ জুলাই। ২৪ ও ২৫ জুলাই শিথিলের সময়সীমা বাড়িয়ে করা হয় ৭ ঘণ্টা। শুক্রবার ও শনিবার শিথিল রাখা হয় ৯ ঘণ্টা করে। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫