পাপুয়া নিউগিনিতে সিরিজ হামলা, শিশুসহ নিহত অন্তত ২৬

প্রকাশ: জুলাই ২৭, ২০২৪

বণিক বার্তা অনলাইন

পাপুয়া নিউগিনিতে সিরিজ হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ১৬ থেকে ১৮ জুলাই পর্যন্ত চালানো এসব হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা ২৬ জন। আলজাজিরার খবরে বলছে, নিহতদের মধ্যে অন্তত ১৬ জনই শিশু। নিহতের এ সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে আশঙ্কার কথা জানানো হয়েছে সংবাদমাধ্যম বিবিসির খবরে।

স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানায়, ঘটনাস্থল প্রত্যন্ত অঞ্চল হওয়ায় সেখানকার থানায় সাধারণত খুব বেশি সংখ্যক পুলিশ থাকে না। আর সেই সুযোগেই ছুরি, বন্দুক, হাতুড়িসহ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

ঘটনার তদন্ত করতে সেখানে পৌঁছেছে দেশের আধাসামরিক বাহিনীর সদস্যরা। পুলিশ জানায়, গত কয়েক মাস ধরে ওই এলাকায় সহিংসতা চালিয়ে আসছে ‘আই ডোন্ট কেয়ার নামে একটি গ্যাং। প্রাথমিকভাবে তাদের ধারণা, এই ঘটনার সঙ্গেও তাদের সংশ্লিষ্টতা রয়েছে।

সংবাদমাধ্যম বলছে, এরই মধ্যে হামলার সঙ্গে জড়িত প্রায় ৩০ জনের নাম ও পরিচয় জানা গেছে। তবে তাদের ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেনি দেশটির পুলিশ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫