যশোরে আতাই নদের বাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত

প্রকাশ: জুলাই ২৭, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, যশোর

যশোরের অভয়নগরে আতাই নদের বাঁধ ভেঙে তিন গ্রামে পানি ঢুকে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছে সিদ্ধিপাশা ইউনিয়নের কয়েকশ পরিবার। দ্রুত বাঁধ সংস্কার ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন গ্রামবাসী। অবশ্য আগামী এক সপ্তাহের মধ্যে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারকাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

পানিবন্দি গ্রামবাসী জানায়, ২৩ জুলাই রাতে শান্তিপুর গ্রামে ঋষিপাড়া অংশে বাঁধ ভেঙে নদের পানি ঢুকতে শুরু করে। সকাল হওয়ার আগে বাঁধের ২০০-৩০০ মিটার ভেঙে শান্তিপুর, চন্দ্রপুর ও রামনগর গ্রামের ভেতরে পানি ঢুকে পড়ে।

স্থানীয় ইউপি সদস্য আকবর খান বলেন, ‘জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় আতাই নদের বাঁধ ভেঙে চন্দ্রপুরসহ পাশের শান্তিপুর ও রামনগরে পানি ঢুকে পড়ে। প্রায় ৩০০ মিটার বাঁধ ভেঙে গেছে। তিন গ্রামের মানুষ, গবাদিপশু, মাছের ঘের ও বেশ কয়েকটি রাস্তা তলিয়ে গেছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারকাজ এক সপ্তাহের মধ্যে শুরু করার আশ্বাস দিয়েছে তারা। এছাড়া কয়েকটি রাস্তা চলাচলের উপযোগী করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক ব্যবস্থা নেয়া হয়েছে।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫