নরসিংদীতে জেলা কারাগারসহ বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনায় ১১ মামলা, আরো ১ জঙ্গি গ্রেফতার

প্রকাশ: জুলাই ২৬, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদী জেলা কারাগারসহ বিভিন্ন স্থাপনায় হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাটসহ বিভিন্ন ঘটনায় ১১টি মামলা রুজু হয়েছে। এছাড়া আরো মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

শুক্রবার (২৬ জুলাই) সকালে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, জুয়েল ভূঁইয়া (২৬) নামে জেল পলাতক আরো এক জঙ্গি সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এর আগে বিভিন্ন স্থানে গ্রেফতার হয়েছে ৩ জঙ্গি সদস্য। এখন পর্যন্ত জেল পলাতক ৯ জঙ্গির মধ্যে ৪ জন গ্রেফতার হয়েছে। এখন পর্যন্ত জেলা কারাগারসহ সরকারি বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনায় ১১ মামলায় ১৮৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ক্ষতিগ্রস্ত বিভিন্ন দফতর কর্তৃক আরো মামলা প্রক্রিয়াধীন।

তিনি বলেন, গত ১৯ জুলাই হামলার সময় জেলা কারাগার থেকে লুট হওয়া ৮৫টি অস্ত্র ও ৭ হাজার গুলির মধ্যে এখন পর্যন্ত ৪৫টি অস্ত্র ও ১ হাজার ৯১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশের হাতে ৯ জন গ্রেফতারসহ জেল পলাতক ৪৮১ কয়েদি থানা ও আদালতে আত্মসমর্পণ করেছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫