এশিয়া কাপের সেমিতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশ: জুলাই ২৬, ২০২৪

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলংকার ডাম্বুলায় আজ শুক্রবার (২৬ জুলাই) ভারতের বিপক্ষে নারী এশিয়া কাপের সেমিফাইনালে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ৯.১ ওভারে ৩০/৪।

 

প্রথম ওভারে রেনুকা সিংকে ডিপ স্কয়ার লেগ দিয়ে দারুণ এক ছক্কা মারার পরের বলেই একইভাবে মারতে নিয়ে আউট হয়েছেন দিলারা আক্তার। উমা ছেত্রিকে ক্যাচ দেন তিনি। তৃতীয় ওভারের শেষ বলে রেনুকা সিং আউট করেন দারুণ সূচনা করা ইশমা তানজিমকে। পঞ্চম ওভারে মুর্শিদাকেও সাজঘরে ফেরান রেনুকা। তিনি ক্যাচ দেন শেফালি ভার্মাকে। এরপর দশম ওভারের প্রথম বলে রুমানা আহমেদ উইকেট দেন স্পিনার রাধা যাদবকে। রুমানাকে বোল্ড করেন যাদব।   

 

আজ সন্ধ্যা আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলংকা।

 

বাংলাদেশ একাদশ: দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা (অধিনায়ক/উইকেটকিপার), রুমানা আহমেদ, ইশমা তানজিম, রিতু মনি, রাবেয়া খান, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, জাহানারা আলম, মারুফা আক্তার।

 

ভারত একাদশ: শেফালি ভার্মা, স্মৃতি মন্ধানা, উমা ছেত্রি, হারমানপ্রিত কাউর (অধিনায়ক), জেমিমা রদ্রিগেজ, রিচা ঘোষ, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকর, রাধা যাদব, তনুজা কানওয়ার ও রেনুকা সিং। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫