ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নয়া দিল্লি

প্রকাশ: জুলাই ২৬, ২০২৪

বণিক বার্তা অনলাইন

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধির জয়সওয়াল বলেছেন, ‘প্রতিবেশী হিসেবে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নয়া দিল্লি।’ শিগগিরিই পরিস্থিতি স্বাভাবিক হবে— এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি। বৃহস্পতিবার (২৫ জুলাই) বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি। 

রনধির জয়সওয়ালকে উদ্ধৃত করে টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কারো হস্তক্ষেপ চায় না ভারত।’

কোটা সংস্কার আন্দোলন ইস্যু ঘিরে সৃষ্টি হওয়া সংঘর্ষের মধ্যে প্রায় ৬ হাজার ৭০০ ভারতীয় শিক্ষার্থী বাংলাদেশ থেকে দেশ ফিরে গেছে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে ভারতীয় ছাত্রদের নিরাপদে দেশে ফেরত পাঠানোয় বাংলাদেশ সরকারকে ধন্যবাদও জানান তিনি।

এদিকে কলকাতার এক জনসভায় গত রোববার পশ্চিমবেঙ্গের মমতা ব্যানার্জি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে বলেছেন, ‘আমি এটুকু বলতে পারি যে অসহায় মানুষ যদি বাংলার দরজায় খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজলিউশন আছে যে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পার্শ্ববর্তী এলাকা সম্মান জানাবে।’

মমতার বক্তব্য প্রসেঙ্গ জসওয়াল বলেন, ‘মমতা ব্যানার্জির মন্তব্য তার নিজস্ব। অন্য কোনো দেশ নিয়ে কেন্দ্রীয় সরকার ছাড়া রাজ্য সরকারের মন্তব্য করার কোনো এখতিয়ার নেই।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫