চট্টগ্রামে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে নিহত ২

প্রকাশ: জুলাই ১৮, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে সংঘর্ষের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নগরীর শাহ আমানত সেতু ও বহদ্দারহাট এলাকায় সংঘর্ষে এ মৃত্যুর ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার দায়িত্বরত এসআই মো. আলাউদ্দিন বণিক বার্তাকে বলেন, গুলিবিদ্ধ মোট দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের নাম ইমাদ। তিনি পটিয়া কলেজের ছাত্র। আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি।

সর্বশেষ খবর অনুযায়ী সাংবাদিক, পুলিশ, শ্রমিক, পথচারী, শিক্ষার্থীসহ ৪০ জনের বেশি আহত হয়েছেন। এদের মধ্যে মাথায় গুলিবিদ্ধ এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। গুলিবিদ্ধ আহতের সংখ্যা বাড়ছে। এখনো থেমে থেমে সংঘর্ষ চলছে।  

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আহতরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে দিনভর সংঘর্ষে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তারা হলেন সামিয়া ও নুর উদ্দিন।



সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫