দুদকের মামলায় বাগেরহাট পৌরসভার ১৫ কর্মচারী কারাগারে

প্রকাশ: জুলাই ০৮, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, বাগেরহাট

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাগেরহাট পৌরসভার ১৫ কর্মচারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিধি না মেনে পৌরসভার পাম্প অপারেটরসহ বিভিন্ন পদে ১৭ জনকে নিয়োগ দেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। গতকাল তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন জেলা ও দায়রা জজ মো. আশরাফুল ইসলাম।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করে পৌরসভার পাম্প অপারেটরসহ বিভিন্ন পদে ১৭ জনকে নিয়োগ দেয়া হয়। এ ঘটনায় ২০২১ সালের ২৫ নভেম্বর দুদকের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বাদী হয়ে মামলা করেন। পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানসহ ১৮ জনকে মামলায় আসামি করা হয়। তদন্ত শেষে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি আদালতে প্রতিবেদন দেয় দুদক। 

দুদকের আইনজীবী মিলন কুমার ব্যানার্জি জানান, পৌরসভার টাকা মানে সরকারের টাকা। অবৈধভাবে নিয়োগপ্রাপ্তরা বেতন-ভাতা বাবদ ১ কোটি ২৬ লাখ ৮৮ হাজার ৮৫৩ টাকা নিয়েছেন, যা আইন অনুযায়ী অবৈধ। এজন্য মামলা করা হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫