হলিউডের আসন্ন যে সিনেমাগুলোয় নজর থাকবে দর্শকের

প্রকাশ: জুলাই ০৮, ২০২৪

মাহমুদুর রহমান

বছরের অর্ধেক পার হয়ে গেছে। হলিউড এখনো বড় কোনো সিনেমা পায়নি। ‘ইনসাইড আউট’ মোটামুটি ভালো ব্যবসা করেছে। এর বাইরে কোনো সিনেমা সেভাবে ব্যবসা দিতে পারেনি। বছরের শুরুতে আসা ‘ডুন’ অনেক আশা জাগিয়েছিল, ব্যবসাও দিয়েছে। সব মিলিয়ে প্রথমার্ধ মধ্যম মানে পার করেছে হলিউড। দ্বিতীয়ার্ধে আছে বেশকিছু সিনেমা, যার প্রতি দর্শকের আগ্রহ থাকছে। এ নিয়ে বক্স অফিসেরও আশা আছে।

এ মাসেই মুক্তি পাচ্ছে মার্ভেলের ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’। সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ অনেক। শন লেভি পরিচালিত সিনেমাটিতে অভিনয় করছেন রায়ান রেনল্ডস, হিউ জ্যাকম্যান। সিনেমাটি নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। উলভারিনের চরিত্রটি নিয়েই দর্শকের আগ্রহ বেশি। মার্ভেলের সিনেমা অনেকদিন ধরেই বক্স অফিসে রাজত্ব করছে। এর মধ্যে গত কিছু সিনেমা ততটা ভালো করতে পারেনি। তবে সিনেমাপ্রেমী ও বক্স অফিস বিশ্লেষকরা মনে করেন, এ সিনেমার মধ্য দিয়ে ফিরতে পারে মার্ভেল।

কাছাকাছি সময়ে আসছে ‘হরাইজন: অ্যান আমেরিকান সাগা’। সিনেমাটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কেভিন কস্টনার। তিনিই অভিনেতা, প্রযোজক ও নির্মাতা। সিনেমাটি নিয়ে রীতিমতো বাজি ধরেছেন কস্টনার। এর মাধ্যমে হলিউডের মূল ধারা আবারো পেতে যাচ্ছে একটি ওয়েস্টার্ন ঘরানার সিনেমা।

এলি রথের পরিচালনায় আসছে ‘বর্ডারল্যান্ডস’। সিনেমাটিতে আছেন কেট ব্ল্যানচেট, কেভিন হার্ট, জ্যাক ব্ল্যাক, ববি লি প্রমুখ। সায়েন্স ফিকশন ঘরানার সিনেমাটি নিয়েও বেশ আলোচনা হচ্ছে। এলিয়েন সিরিজের ‘এলিয়েন: রমুলাস’ আসছে মধ্য আগস্টে। গত শতকের সত্তর ও আশির দশক মাতিয়েছিল ‘এলিয়েন’। এখন নতুন করে এ সিনেমা কতটা দর্শককে টানতে পারবে তা সময় বলে দেবে।

আগামী সেপ্টেম্বরে আসছে ‘বিটলজুস টু’। সিনেমাটি ১৯৮৭ সালের কাল্ট ক্ল্যাসিকের সিকুয়াল। মাইকেল কিটন এবারো তার চরিত্রে ফিরছেন। একই মাসে মুক্তি পাবে ‘ট্রান্সফরমারস’। সিনেমাটিতে অভিনয় করছেন স্কারলেট জোহানসন, ক্রিস হেমসওয়ার্থ। ট্রান্সফরমারস নিয়ে দর্শকের বরাবরই আগ্রহ থাকে। এবারো ব্যতিক্রম হবে না। এ মাসের শেষে জর্জ ক্লুনি ও ব্র্যাড পিটকে দেখা যাবে ‘ওল্ফ’ সিনেমায়।

আগামী সেপ্টেম্বরের শেষে আসছে ফ্রান্সিস ফোর্ড কপোলার স্বপ্নের প্রজেক্ট ‘মেগালোপলিস’। সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবে দারুণ প্রশংসিত হয়েছিল। পরের মাসে আসছে বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ‘জোকার: ফোলি আ দ্যু’। ওই মাসেই থাকছে ভেনমের নতুন কিস্তি। আর কপোলার মতো না হলেও নতুন করে ফিরছেন রিডলি স্কট। আগামী নভেম্বরের শেষে মুক্তি পাবে ‘গ্ল্যাডিয়েটর টু’।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫