হাইপারওএস টু পরীক্ষা শুরু করছে শাওমি

প্রকাশ: জুলাই ০৮, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

আনুষ্ঠানিকভাবে হাইপারওএস টু পরীক্ষা শুরু করেছে শাওমি। শাওমিটাইমের তথ্যানুযায়ী, অফিশিয়ালি তারা নতুন অপারেটিং সিস্টেম নিয়ে কাজ শুরু করেছে। খবর গিজমোচায়না।

কয়েক সপ্তাহ ধরে এ অপারেটিং সিস্টেম নিয়ে বেশ গুঞ্জন চলে।

প্রযুক্তিবিদদের মতে, যে গুঞ্জন উঠেছে তার কতটুকু সত্য তা এখনো নিশ্চিত নয়। শাওমিটাইম টিম জানায় হাইপারওএস টু এর পরীক্ষার তথ্য সঠিক। প্রাপ্ত তথ্যানুযায়ী অক্টোবর নাগাদ নতুন এ অপারেটিং সিস্টেম প্রকাশ্যে আসতে পারে।

শাওমিটাইমের তথ্যানুযায়ী, আনুষ্ঠানিকভাবে হাইপারওএস টুর উন্নয়নে দ্রুত কাজ চলছে। ওএসবিগভার্সন নামের একটি এক্সটেনশনের বিষয়ে শাওমির ওটিএ সার্ভারে তথ্য পাওয়া গেছে। এতে হাইপারওএসের ভার্সনসংক্রান্ত তথ্য রয়েছে। আগে এ নামের কোনো এক্সটেনশন ছিল না। 

হাইপারওএসের ভার্সন সম্পর্কে ব্যবহারকারীদের জানাতে ওটিএ সার্ভারে নতুন এক্সটেনশনটি যুক্ত করা হয়েছে। কোম্পানির তথ্যানুযায়ী, নতুন এক্সটেনশনটির মাধ্যমে ব্যবহারকারীদের ডিভাইসে দ্রুত সময়ের মধ্যে হাইপারওএস ভার্সনের আপডেট আসবে। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫