প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ: জুলাই ০৮, ২০২৪

যথাযথ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী (দ্বিতীয় দিন) পালিত হয়। ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিজিআর সদর দপ্তরে আগমন করলে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাকে অভ্যর্থনা জানান। এরপর পিজিআরের এক দল চৌকস গার্ড প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম প্রদান করে। প্রধানমন্ত্রী পিজিআরের কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে সই করেন এবং এই রেজিমেন্টের উপস্থিত সব অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসারদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এছাড়া শহিদ ক্যাপ্টেন হাফিজ হলে প্রধানমন্ত্রী রেজিমেন্টে কর্মরত অবস্থায় নিহত শহিদ সদস্যদের পরিবার ও স্বজনের সঙ্গে সাক্ষাৎ এবং তাদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ ও অনুদান হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রী পিজিআরের সব সদস্যের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন। পিজিআর সদস্যরা পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে যে পরিশ্রম, দক্ষতা, কর্তব্যপরায়ণতা ও ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছে তার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, সেনা, নৌ ও বিমান প্রধান, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন। —আইএসপিআর


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫