২০২৮ সাল পর্যন্ত নিকেলের মূল্য বাড়ার পূর্বাভাস

প্রকাশ: জুলাই ০৮, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

নিকেলের দাম ২০২৮ পর্যন্ত ক্রমান্বয়ে বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে বাজার বিশ্লেষক সংস্থা ফিচ। ধাতবটির দাম টনপ্রতি ২১ হাজার ৫০০ ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বাজারে নিকেলের ক্রমবর্ধমান চাহিদা এবং ইভি ব্যাটারি উৎপাদনে এর ব্যবহার বৃদ্ধি দাম বাড়ার পেছনে প্রভাবকের ভূমিকা পালন করবে। খবর মাইনিং ডটকম।  

নিকল উৎপাদনে শীর্ষ দেশ ইন্দোনেশিয়ায় উৎপাদন বৃদ্ধি ধাতুটির বাজারদর বাড়ার প্রবণতাকে আংশিকভাবে প্রশমিত করবে। দেশটিতে নিম্ন গ্রেডের দ্বিতীয় সারির নিকেল আকরিককে উচ্চ গ্রেডের প্রথম সারির নিকেলে রূপান্তর করার প্রযুক্তিগত অগ্রগতি হয়েছে। উচ্চ গ্রেডের প্রথম সারির নিকেল ব্যাটারি শিল্পে ব্যবহার করা যেতে পারে। 

২০৩৩ সালে নিকেলের মূল্য টনপ্রতি ২৬ হাজার ডলারে পৌঁছার পূর্বাভাস দিয়েছে ফিচ। কারণ বাজারে এ ধাতুর উদ্বৃত্ত উল্লেখযোগ্যভাবে সংকুচিত হয়ে ২৪ হাজার ৫০০ টনে দাঁড়াবে, যা বাজারদরের ওপর ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি করবে।

গত বছর নিকেলের বাজারদর কমেছে। ২০২২ সালের টনপ্রতি ২৫ হাজার ৬১৮ ডলার থেকে ১৫ দশমিক ৩ শতাংশ কমে ২০২৩ সালে টনপ্রতি গড় বার্ষিক মূল্য নেমে এসেছে ২১ হাজার ৬৮৮ ডলারে। বাজারে সরবরাহ বেশি থাকায় এবং চাহিদা কমে যাওয়াই এ দরপতনের কারণ।

চলতি বছরের শুরুর দিকে কম থাকলেও গত ২০ মে নিকেলের মূল্য টনপ্রতি উঠে যায় ২১ হাজার ৬১৫ ডলারে, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। গত ২৮ জুন নিকেলের দাম টনপ্রতি ১৭ হাজার ২৯১ ডলারে নামে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫