নেপালে বন্যা-ভূমিধসে নিহত অন্তত ১১

প্রকাশ: জুলাই ০৮, ২০২৪

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। ভারি বৃষ্টির জেরে প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়া এক মাসেরও কম সময়ের মধ্যে দেশটিতে বন্যা, ভূমিধস ও বজ্রপাতে কমপক্ষে ৫০ জন প্রাণ হারিয়েছেন। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ভারি বৃষ্টিপাতের জেরে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যার কারণে নেপালে গত ৩৬ ঘণ্টায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে বলে নেপালি কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া এ দুর্যোগের কারণে দেশটির প্রধান প্রধান মহাসড়কসহ বহু রাস্তাও বন্ধ হয়ে গেছে। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫