বাড়ল স্বর্ণের দাম

প্রকাশ: জুলাই ০৭, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬১০ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ১৮ হাজার ৮৯১ টাকা।

রোববার (৭ জুলাই) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা। ভরিতে ৯৭ হাজার ২৭৮ টাকা দাম পড়বে ১৮ ক্যারেটে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম পড়বে ৮০ হাজার ৪২৩ টাকা।

রূপার ক্ষেত্রে ২২ ক্যারেটের এক ভরির দাম নির্ধারণ হয়েছে ২ হাজার ৯৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম পড়বে ২ হাজার ৬ টাকা। ভরিতে ১ হাজার ৭১৫ টাকা দাম পড়বে ১৮ ক্যারেটে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম পড়বে ১ হাজার ২৮৩ টাকা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫