বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যু

প্রকাশ: জুলাই ০৭, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, বগুড়া

বগুড়ায় সনাতন ধর্মালম্বীদের রথযাত্রায় বৈদ্যুতিক তারের স্পর্শে ৫ জন মারা গেছেন। এ ঘটনায় কমপক্ষে জন আহত হয়েছেন। রোববার ( জুলাই) বিকাল সাড়ে ৫টায় বগুড়া শহরের সেউজগাড়ী থেকে রথযাত্রা বের করার সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে রথযাত্রা বের করার সময় রথের ওপরে বিদ্যুতের তারে জড়িয়ে যায়।  সময় রথের ওপরে  থাকা প্রায় ১৫ থেকে ১৬ জন বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়ে যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া মেডিকেলে ভর্তি করেন। সেখানে  চিকিৎসাধীন অবস্থায় ৫ জন মারা যান। হাসপাতালে  জন চিকিৎসাধীন রয়েছেন।

বগুড়া সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ জানানএখন পর্যন্ত ৫ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।  জনের চিকিৎসা চলছে। তবে রথযাত্রা হয়েছে। ভক্তরা রথ টেনেছেন।

মৃতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন অলোক, আতশী, নরেশ, রনজিতা।  আরেকজন পরিচয় জানা যায়নি। 

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, আহত‌দের চি‌কিৎসা চল‌ছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫