জুনে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমলেও খাদ্যে ১০ শতাংশের ওপরে

প্রকাশ: জুলাই ০৭, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

সদ্যবিদায়ী জুন মাসে মূল্যস্ফীতি সামান্য কমে ৯ দশমিক ৭২ শতাংশে দাঁড়িয়েছে। মে মাসে এই হার ছিল ৯ দশমিক ৮৯ শতাংশ। তবে গ্রাম ও শহরে খাদ্য মূল্যস্ফীতি ১০ শতাংশের ওপরেই রয়ে গেছে। 

আজ রোববার (৭ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির এ তথ্য প্রকাশ করে।  

বিবিএসের সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, জুন মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি সামান্য কমেছে।  খাদ্য পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৪২ শতাংশ, আর খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ১৫ শতাংশ।

গ্রাম এবং শহরেও মূল্যস্ফীতি কমেছে বিদায়ী জুন মাসে। শহর এলাকায় সার্বিক মুদ্রাস্ফীতি ৯ দশমিক ৫৮ শতাংশ এবং গ্রামীণ অঞ্চলে ৯ দশমিক ৮১ শতাংশ।

শহর এলাকায় খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ১০ দশমিক ৫৪ শতাংশ, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮ দশমিক ৯৮ শতাংশ এবং গ্রামীণ এলাকায় খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ১০ দশমিক ৩৯ শতাংশ ও খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি ৯ দশমিক ২৬ শতাংশ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫