ঢাকার রাস্তায় দুপুরের পর তীব্র যানজটের শঙ্কা

প্রকাশ: জুলাই ০৭, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বেশ কিছু এলাকায় দুপুরের পর তীব্র যানজট হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক দক্ষিণ বিভাগের যুগ্ম কমিশনার এস এম মেহেদী হাসান।  তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা এবং কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের কারণে পুরান ঢাকার বেশ কিছু এলাকায় দুপুরের পর তীব্র যানজটের সৃষ্টি হতে পারে। এ পরিস্থিতি নগরবাসীদের ধানমন্ডি, শাহবাগ, গুলিস্তান, ওয়ারীর সড়কগুলোতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ করেন ডিএমপির এ কর্মকর্তা।

রোববার (৭ জুলাই) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ট্রাফিক নির্দেশনা নিয়ে এক ব্রিফিংয়ে এস এম মেহেদী হাসান এ কথা জানান।

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বলেন, রথযাত্রার শোভাযাত্রাটি আজ দুপুর তিনটায় রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দির থেকে শুরু হয়ে জয়কালি মন্দির মোড়, ইত্তেফাক মোড়, শাপলা চত্ত্বর, দৈনিক বাংলা মোড়, রাজউক ক্রসিং, গুলিস্তান, গোলাপশাহ মাজার, পুলিশ হেডকোয়ার্টার্স, সরকারি কর্মচারী হাসপাতাল, হাই কোর্ট মাজার, দোয়েল চত্ত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হল ও পলাশী হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এসে শেষ হবে।

এ সময় ডিএমপির ট্রাফিক-মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মইনুল হাসান, ট্রাফিক-রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জয়নুল আবেদীন, মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন, পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ১৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫