যুক্তরাষ্ট্রের জন্মদিনের পার্টিতে বন্দুক হামলা, নিহত ৪

প্রকাশ: জুলাই ০৭, ২০২৪

বণিক বার্তা অনলাইন

যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে বন্ধুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। শনিবার (৬ জুলাই) ভোরে যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের একটি বাড়িতে বন্দুক হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। হামলার পর বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। খবর সিএনএন। 

ফ্লোরেন্স পুলিশ বিভাগের মতে, ঘটনাস্থলেই চারজন মারা যান। এছাড়া আহত তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল। 

পুলিশ কর্তৃপক্ষ নিহত চারজনকে শনাক্ত করেছেন নিহত ব্যক্তিরা হলেন, শেন মিলার (২০), হেইডেন রিবিকি (২০), ডেলানি ইরি (১৯) এবং মেলিসা প্যারেট (৪৪)।

পুলিশ প্রধান জেফ ম্যালেরি প্রেস কনফারেন্সে বলেছেন, বন্দুক হামলার খবর পেয়ে পুলিশ ভোর ৩টায় ওই বাসভবনে যান। বাড়ির কাছাকাছি পৌঁছানোর পর তারা গুলির শব্দও শুনতে পান। 

পুলিশ কর্মকর্তারা বলেন, সন্দেহভাজন ওই ব্যক্তি হামলায় একাই জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। যদিও হামলার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫