শিগগিরই চালু হচ্ছে ইরানের অত্যাধুনিক স্যাটেলাইট

প্রকাশ: জুলাই ০৭, ২০২৪

বণিক বার্তা অনলাইন

মাস খানেকের মধ্যেই ইরান নিজেদের তৈরি অত্যাধুনিক স্যাটেলাইট চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির যোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী ইসা জারেপুর। সম্প্রতি ইরানের পার্স-২  স্যাটেলাইটের সর্বশেষ অবস্থা সম্পর্কে কথা বলেছেন তিনি। খবর পার্স টু ডে।

ইসা জারেপুরের বরাত দিয়ে ইরানের সংবাদমাধ্যমটি জানায়,  পার্স-২ স্যাটেলাইটটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং আশা করা হচ্ছে খুব শিগগিরই এর ডেটা ব্যবহার করা হবে। এসময় স্যাটেলাইটটি আগামী মাসের মধ্যেই চালু হবে বলেও জানান তিনি। 

ইরানের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ইরানের বিজ্ঞানীরা ছবি ছাড়াও এর স্থানিক ডেটা ব্যবহার করতে সক্ষম হবেন। জারেপুর স্পষ্ট করে বলেন, পার্স-২ স্যাটেলাইট সাধারণ কালো এবং সাদা ছবি ছাড়াও ৮ মিটারের নির্ভুল ইমেজ ও নাইট ভিশন ছবিও প্রদান করে।

প্রসঙ্গত, ইরানসহ বিশ্বের ৬টি দেশ মহাকাশে জীবন্ত প্রাণী প্রেরণ করতে সফল হয়েছে। এছাড়াও মাত্র ১২টি দেশের স্যাটেলাইট ক্যারিয়ার ডিজাইন করা, নির্মাণ করা এবং উৎক্ষেপণ করার ক্ষমতা রয়েছে। ইরান বিশ্বের ওই ১২টি দেশের একটি।



সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫