অস্কার জয়ী প্রযোজক জন ল্যান্ডৌ মারা গেছেন

প্রকাশ: জুলাই ০৭, ২০২৪

বণিক বার্তা অনলাইন

মারা গেছেন অস্কার জয়ী প্রযোজক জন ল্যান্ডৌ। ক্যান্সার আক্রান্ত হয়ে প্রায় এক বছর চিকিৎসাধীন অবস্থায় থাকার পর শুক্রবার (৫ জুলাই) মৃত্যুবরণ করেন তিনি। টাইটানিক, অ্যাভাটার এর মতো বিশ্ববিখ্যাত চলচ্চিত্রগুলোর প্রযোজক জন ল্যান্ডৌ ৬৩ বছর বয়সে মারা যান। খবর বিবিসি।

জনের বোন টিনা তার সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। জন ল্যান্ডৌ হলিউডের প্রযোজক এলি এবং এডি ল্যান্ডৌ এর সন্তান। তিনি কিছু সময়ের জন্য টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্স চলচ্চিত্র প্রযোজনা সংস্থার নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন।  দ্য লাস্ট অফ দ্য মোহিকানস এবং ডাই হার্ড-২ সহ বেশকিছু চলচ্চিত্রের তত্ত্বাবধান করেছেন জন।

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরনের দীর্ঘদিনের প্রযোজনা অংশীদার ছিলেন জন। তিনি ১৯৯৭ সালের বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাওয়া চলচ্চিত্র টাইটানিক নির্মাণে সাহায্য করেছিলেন। চলচ্চিত্রটি বৈশ্বিক বক্স অফিসে এক বিলিয়ন আয় অতিক্রমের রেকর্ড করেছিল।

পরবর্তীতে তার প্রযোজনায় ২০০৯ এবং ২০২২ সালে মুক্তি পাওয়া অ্যাভাটার এবং এর সিক্যুয়েল অ্যাভাটার : দ্যা ওয়ে অফ ওয়াটার টাইটানিকের করা রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।

এছাড়া হানি, আই শ্রাঙ্ক দ্য কিডস এবং ডিক ট্রেসিসহ অন্যান্য হিট চলচ্চিত্রে সহ-প্রযোজক ছিলেন জন তিনি।  

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫