মুন্সিগঞ্জে দুজনসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৯

প্রকাশ: জুলাই ০৭, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

মুন্সিগঞ্জে সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা মা-মেয়ে নিহত হয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় রাজবাড়ী, বাগেরহাট, নারায়ণগঞ্জ, গাজীপুর ও দিনাজপুরে আরো সাতজনের প্রাণহানি হয়েছে। গতকাল বিভিন্ন সময় এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠোনো খবরে—

মুন্সিগঞ্জ: ১০ মাস বয়সী মেয়ে আলিশাকে ডাক্তার দেখানোর পর গতকাল বিকালে ব্যাটারিচালিত অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন লিপি বেগম (৩৫)। অটোরিকশাটি শান্তিনগরে পৌঁছলে একটি ট্রাক সামনে থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় মা-মেয়ে ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

রাজবাড়ী: জেলার কালুখালীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অন্য ট্রাকের ধাক্কায় দুই হেলপার নিহত হয়েছেন। তারা হলেন কুষ্টিয়ার খাজানগরের ফেলু হোসেনের ছেলে লিটন (৩২) ও রাজশাহীর চারঘাট থানার পিরোজপুর গ্রামের আনসার আলীর ছেলে আবিদুর রহমান (৩৫)। গতকাল সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের গড়িয়ানা কালিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাগেরহাট: জেলার মোল্লাহাটে ২ ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। গতকাল সকালে উপজেলার কাহালপুরে খুলনা-মাওয়া মহাসড়কে এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন খুলনার যুগিহাটি গ্রামের সাদেক শেখের ছেলে আসাদ শেখ (৪০) ও মোল্লাহাট উপজেলার গাংনীর মৃত সালাম খার ছেলে মো. আনোয়ার (৩৫)।

মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান জানান, গতকাল সকাল ৭টার দিকে একটি গাড়ি কাহালপুর এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই আসাদ শেখ মারা যান। এছাড়া সকাল ১০টার দিকে সাগর ফিলিং স্টেশনের সামনে বাসচাপায় ভ্যানযাত্রী আনোয়ার নিহত হন।

নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের মৌচাকে রাস্তা পারাপারে সময় বাসের ধাক্কায় নন্দলাল দাস (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের চাচাতো ভাই হৃদয় জানান, নন্দলাল বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা করতেন। সকালে মালপত্র কেনার জন্য সিদ্ধিরগঞ্জের মৌচাক আসেন। রাস্তা পারাপারের সময় নীলাচল বাসের ধাক্কায় তিনি আহত হন। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাজীপুর: জেলার শ্রীপুরে লরির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা মফিজুল ইসলাম (৩৫) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় তার সাত বছর বয়সী ছেলে মাহীদের এক হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া আহত হয়েছেন অটোরিকশাচালক মোস্তফা কামাল (৩৮)। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের চৌধুরীঘাট বেইলি ব্রিজের উত্তর পাশে জৈনা বাজার-কাওরাইদ সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

দিনাজপুর: জেলার বিরামপুরে পিকআপচাপায় হোসেন আলী (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসেন আলী বিরামপুর পৌরসভার টাটকপুর গ্রামের মৃত ইছাহক আলীর ছেলে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫