চলতি মাসেই দুই কনসার্টে গাইবেন নচিকেতা

প্রকাশ: জুলাই ০৭, ২০২৪

ফিচার প্রতিবেদক

বছর যেতে না যেতেই আবারো ঢাকায় আসছেন ওপার বাংলার সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। বাস্তবধর্মী গান গেয়ে বাংলা ভাষাবাষী মানুষের মন জয় করে নিয়েছেন তিনি। বাংলাদেশী সংগীত প্রিয় মানুষের মনেও জায়গা করে নিয়েছেন এ শিল্পী। সরাসরি তার গান শোনার জন্য দর্শকের মধ্যে দেখা যায় তুমুল আগ্রহ। গত বছরের নভেম্বরে বাংলাদেশী দর্শক শ্রোতাদের আশার প্রতিফলন ঘটেছিল ‘নচিকেতা লাইভ ইন ঢাকা’য়। সংগীত জীবনের ৩০ বছর পূর্তিতে ঢাকায় একক কনসার্ট করেন কলকাতার জনপ্রিয় এ গায়ক। ওই বছরের নভেম্বরে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে নচিকেতা লাইভ ইন ঢাকা শীর্ষক আয়োজনটি ভালোই সাড়া ফেলেছিল। সে ধারাবাহিকতায় আবারো ঢাকা মাতাতে আসছেন নচিকেতা। 

চলতি মাসেই ঢাকায় দুটি কনসার্টে অংশ নেবেন তিনি। ১২ জুলাই গাইবেন রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারে। ‘ঢাকা মেলাঙ্কলি’ শীর্ষক কনসার্টটির আয়োজন করছে ব্লুব্রিক কমিউনিকেশনস। এ কনসার্টে নচিকেতা ছাড়াও গাইবেন ঢাকার তিন শিল্পী অর্ণব, আরমীন মূসা ও আহমেদ হাসান। 

দুই হাজার টাকা মূল্যে নির্ধারিত টিকিটের বিক্রি এরই মধ্যে শুরু হয়েছে। পাওয়া যাচ্ছে টিকিফাই ওয়েবসাইটে। দ্বিতীয় কনসার্টের আয়োজক আজব কারখানা। ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার-ভলিউম টু’ শীর্ষক কনসার্টটি হবে ২৬ জুলাই, কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে। এতে নচিকেতার পাশাপাশি পারফর্ম করবেন জয় শাহরিয়ার। ধরনভেদে এর টিকিট মূল্য ১ থেকে ৫ হাজার টাকা। পাওয়া যাচ্ছে গেট সেট রকে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫