ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু চীন উন্নয়নের —ওবায়দুল কাদের

প্রকাশ: জুলাই ০৭, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো বলেই অনেক সুবিধা নিতে পেরেছি। ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু আর চীন উন্নয়নের বন্ধু। এ দেশে বহু উন্নয়নে চীনের অবদান রয়েছে।’

গতকাল রাজধানীতে ‘পাহাড়ি ফল মেলা ২০২৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বেইলি রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রে এ মেলা আয়োজন করা হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ‘পঁচাত্তর-পরবর্তী রাজনৈতিক দলগুলো ভারতের সঙ্গে ২১ বছর বৈরী সম্পর্ক রেখে কী অর্জন করেছে? শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির সম্পর্ক ভালো ছিল বলেই আমরা বাংলাদেশের সমান আরেকটি সমুদ্র পেয়েছি। সম্পর্ক ভালো ছিল বলেই ছিটমহল সমস্যার সমাধান করেছি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সম্পর্ক ভালো থাকলে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা যায়। গঙ্গা চুক্তিসহ বহুবিধ সুবিধা ভারত থেকে নিতে পেরেছেন শেখ হাসিনা। যারা বড় বড় কথা বলেন, তারা গঙ্গার কথা ভুলে গিয়েছিলেন। খালি হাতে আগেও ফিরিনি, এখনো ফিরিনি।’

চীনের সঙ্গে বাংলাদেশের অংশীদারত্ব রয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সাহায্য পেলে সাহায্য কেন নেব না? দেশের উন্নয়নের জন্য যেখান থেকে দরকার, আমরা সাহায্য নেব। মেট্রোরেল, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে, এসব নিয়ে অনেকের জ্বলে, যাদের জ্বলে তাদের মন্তব্যের কোনো জবাব আমরা দেব না।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘গত ১৬ বছরে বাংলাদেশ বদলে গেছে। সেই বদলের সঙ্গে তাল মিলিয়ে পার্বত্য অঞ্চলও বদলেছে। সড়ক যোগাযোগে এখন পার্বত্য তিন জেলা অনেক উন্নত, একসঙ্গে ৪২টি সেতু উদ্বোধন হয়েছে খাগড়াছড়িতে। এখন সীমান্ত সড়ক তৈরি হচ্ছে। শেখ হাসিনা থাকলে সব সমস্যা সমাধান হবে।’

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির দাবিতে নিজেরা আইনিভাবে না পেরে এখন জাতিসংঘের হস্তক্ষেপ চায়। দলটি খালেদা জিয়াকে ঢাল হিসেবে ব্যবহার করছে। বিএনপি এখন কোটা আন্দোলনের ওপর ভর করবে। সরকার তো কোটা রাখেনি, এটা আদালতে মামলা চলছে।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫