এশিয়ার স্পট মার্কেটে কমল এলএনজির দাম

প্রকাশ: জুলাই ০৭, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম কমেছে। শীর্ষ ব্যবহারকারী দেশ চীনে চাহিদা নিম্নমুখী হওয়ায় পণ্যটির দাম কমে এসেছে। খবর বিজনেস রেকর্ডার। 

শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহে উত্তর-পূর্ব এশিয়ায় আগস্ট সরবরাহ চুক্তিতে প্রতি এমএমবিটিইইউ এলএনজির গড় মূল্য ছিল ১২ ডলার ২০ সেন্ট, গত সপ্তাহে যা ছিল ১২ ডলার ৫০ সেন্ট। 

ডাটা ইন্টেলিজেন্স ফার্ম আইসিআইএসের সিনিয়র এলএনজি বিশ্লেষক অ্যালেক্স ফ্রোলি বলেন, ‘বিশ্বব্যাপী এলএনজির দাম বেড়ে যাওয়ায় চীনে চাহিদা দিন দিন কমছে। চলতি বছরের জুনে দেশটি ৫৯ লাখ টন এলএনজি আমদানি করেছে, গত বছরের জুনে যা ছিল ৬৩ লাখ টন। ২০২১ সালের জুনে চীন রেকর্ড ৬৪ লাখ টন এলএনজি আমদানি করেছিল। 

রয়টার্সের সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, চীন গ্রীষ্মজুড়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) আমদানি কমাতে পারে। মজুদ সক্ষমতা প্রায় পূর্ণ হওয়ায় এবং স্পট মার্কেটে দাম বাড়ায় সামনের মাসগুলোয় এলএনজি আমদানি কমাবে দেশটি। 

চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের তথ্যানুসারে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে সমুদ্র ও পাইপলাইন দিয়ে চীন রেকর্ড ৫ কোটি ৫০ লাখ টন এলএনজি আমদানি করেছে। এর আগে ২০২১ সালের একই সময় দেশটির আমদানির পরিমাণ ছিল ৫ কোটি ৫০ লাখ টন।

এছাড়া চীন গত বছরের প্রথম পাঁচ মাসে ৪ কোটি ৭০ লাখ টন এলএনজি আমদানি করেছিল। ২০২২ সালের একই সময়ে এ পরিমাণ ছিল ৪ কোটি ৬০ লাখ।

অন্যদিকে ইউরোপেও চলতি সপ্তাহে এলএনজির দাম কমেছে। এ অঞ্চলের দেশগুলোয় প্রয়োজনীয় মজুদ থাকায় চাহিদা তুলনামূলক কমে এসেছে, যা দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। 

এ বিষয়ে পিজেড-এনার্জি রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজির চিফ এনার্জি ইকোনোমিস্ট হ্যান্স ভ্যান ক্লিফ বলেন, ‘ইউরোপের দেশগুলোয় সৌর ও জলবিদ্যুৎ উৎপাদনের দিকে বেশি জোর দেয়া হচ্ছে। এতে এলএনজির চাহিদা নিম্নমুখী হওয়ায় দামও কমে এসেছে।’ 

তিনি আরো জানান, ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে ৭৮ শতাংশ। অন্যদিকে নেদারল্যান্ডসে প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে ৬৯ শতাংশ। তাই মজুদ পূর্ণ করার বিষয়ে এ অঞ্চলের দেশগুলো উদ্বিগ্ন নয়। এ কারণেই চাহিদা তুলনামূলক কম।

ইউরোপে এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটস গত বৃহস্পতিবার আগস্ট সরবরাহ চুক্তিতে নর্থ-ওয়েস্ট ইউরোপ এলএনজি মার্কার বাজার আদর্শের দাম স্থির হয়েছে প্রতি এমএমবিটিইউতে ১০ ডলার ৪৩২ সেন্ট। এছাড়া নেদারল্যান্ডসে প্রাকৃতিক গ্যাসের ভার্চুয়াল ট্রেডিং পয়েন্ট টিটিএফে প্রতি এমএমবিটিইউতে দশমিক ১৫ শতাংশ ছাড় দেয়া হয়েছে। 

আরগাস আগস্ট সরবরাহ চুক্তিতে প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ করেছে ১০ ডলার ৪৫০ সেন্ট। অন্যদিকে স্পার্ক কমোডিটি একই মাসের সরবরাহ চুক্তিতে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করেছে ১০ ডলার ৪১১ সেন্ট।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫