ইউরোপে সেরার স্বীকৃতি পেল ইস্তানবুল বিমানবন্দর

প্রকাশ: জুলাই ০৭, ২০২৪

ইস্তানবুল বিমানবন্দরকে তুরস্কের প্রবেশদ্বার বলা হয়ে থাকে। প্রতি বছর এ বিমানবন্দর হয়ে দেশটিতে কোটি কোটি বিদেশী প্রবেশ করেন। সম্প্রতি একে ইউরোপের সেরা বিমানবন্দর হিসেবে স্বীকৃতি দিয়েছে এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল (এসিআই) । মূলত নান্দনিক সৌন্দর্য ও পর্যাপ্ত যাত্রী পরিষেবা ব্যবস্থাপনার প্রশংসা মিলেছে এ স্বীকৃতির মাধ্যমে। চার কোটির বেশি যাত্রীকে পরিষেবা দেয় এমন বিভাগে আইজিএ ইস্তানবুল এয়ারপোর্টকে সেরা ‘এয়ার হাব’ ঘোষণা করেছে এসিআই। সম্প্রতি এক বিবৃতিতে জানানো হয়েছে, ইস্তানবুলের সঙ্গে একই স্কোর পেয়ে পুরস্কারটি ভাগাভাগ করে নিচ্ছে গত বছরের বিজয়ী রোমের ফিউমিসিনো বিমানবন্দর। পুরস্কার অর্জনের পর বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলাহাত্তিন বিলগেন বলেন, ‘যাত্রীদের প্রত্যাশা পূরণ করতে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। বিমানবন্দরের মান, গ্রহণযোগ্যতা, নতুনত্ব ও প্রযুক্তিগত অগ্রগতি বৃদ্ধির লক্ষ্যে আমরা সবসময় নতুন কলাকৌশল খুঁজছি।’ নতুন ধরনের প্রযুক্তি ব্যবহারে ইস্তানবুল বিমানবন্দর কর্তৃপক্ষ একাধিক উদ্যোগ নিয়েছে। এর অন্যতম হলো বিমানবন্দরের পুরো পরিষেবা কার্যক্রম সৌরশক্তির মাধ্যমে পরিচালনার প্রক্রিয়া চলছে। গত বছর এ বিমানবন্দর ৭ কোটি ৬০ লাখ যাত্রীকে সেবা দিয়েছে, যা ২০২২ সালের তুলনায় ১৮ শতাংশ বেশি। এয়ার হাবের বিচারক প্যানেল থেকে জানানো হয়েছে, ‘অত্যাধুনিক বিমানবন্দর অবকাঠামোর উন্নয়নে বিনিয়োগের মাধ্যমে বিশ্বব্যাপী বেশকিছু প্রতিযোগিতামূলক এয়ার হাব তৈরি করতে হবে। ফলে যাত্রীরা ভ্রমণে আরো বেশি আগ্রহী হয়ে উঠবে।’ এদিকে বার্ষিক আড়াই থেকে চার কোটি যাত্রী পরিষেবা দিয়ে থাকে এমন বিমানবন্দর হিসেবে সেরার পুরস্কার জিতেছে অসলো বিমানবন্দর। শক্তিশালী পরিচালন ও নিয়মানুবর্তী পারফরম্যান্সের কারণে নরওয়ের বিমানবন্দরটি এ স্বীকৃতি পেল। খবর ও ছবি আনাদোলু


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫